সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।


সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার(৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর নামক স্থানে তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শাহজাদাপুর নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাওয়ার পথে নন্দনপুর নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা গিয়ে ব্রাহ্মণবাড়িয়া নোবেল হাসপাতালে নিয়ে ভর্তি ও চিকিৎসা করেন। এ ব্যাপারে আহত নুরুজ্জামান জাবেদের ব্যক্তিগত মুঠোফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিৎ করে পরিবারের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে তিনি জেলা শহরের নোবেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ভাইয়ের সুস্থতার জন্য সকলের নিকট দোয়ার আবেদন করছি।