সরাইল উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
অনলাইন নিউজ ডেক্স
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা’য় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা, বাল্যবিবাহ বন্ধ করণ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও নানা পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, শিক্ষক প্রতিনিধি ও বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: বদর উদ্দিন বদু, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, মুক্তিযুদ্ধা মো. আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি মো. ইফরান, সরাইল সদর চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন প্রমূখ।
জেলা প্রশাসক মহোদয় বলেন \" সুন্দর দেশ গড়তে হলে সবাইকে সেক্রিফাইস করতে হবে
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।