সাজেকে ঘুরতে যাওয়ায় কাল হলো রাজিবের
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার দীঘিনালার মাইনী ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম রাজিব শেখ। তিনি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে সাজেক ঘুরতে এসেছিলেন।
খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান জানান, রাজীব শেখসহ ৪ পর্যটক সাজেক ভ্রমণ শেষে দুইটি মোটরসাইকেলে করে খাগড়াছড়িতে ফিরছিলেন।  এসময় মাইনী বেইলি ব্রিজ ওপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ।তাকে উদ্ধার  করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত রাজীব শেখের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।