সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ


সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সাবেক প্রধান বিচারপতি ও সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে রোববার ইমরুল হাসান নামে এক আইনজীবী এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে খারিজ করে দেন আদালত। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জাল-জালিয়াতির অভিযোগে এ মামলা করা হয়েছিল। মামলার বাদী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।