সিরাজগঞ্জের বেলকুচিতে বাড়ির সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় মামলা
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    
সিরাজগঞ্জের বেলকুচিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের  হামলায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ফরিদা বেগম সহ ৩ জন আহত হয়েছে। গত সোমবার উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে  এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর  গ্রামের ফরিদা বেগমের সাথে তার ভাতিজা সাইদুল ইসলামের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে ফরিদা বেগমের বাড়িতে তার ভাতিজা সাইদুর ইসলাম, মেহরাব আলী মধু, মতিয়ারসহ একদল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ফরিদা বেগম তার মেয়ে তাসলিমাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ফরিদা বেগমের নাত্নী তাইয়্যািবকে লোহার রড দিয়ে গাঁ দিয়ে চোখের নিচে গুরুত্ব আহত করেন। পরে তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা  আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বেলকুচি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় একটি হামলা হয়েছে। একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আরো জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।				   
				   				 
			   
          
                   