সিরাজগঞ্জে দ্বিগুণ দামে স্যালাইন বিক্রি, ফার্মেসিকে জরিমানা।
অনলাইন নিউজ ডেক্স
নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে স্যালাইন বিক্রি করায় ফার্মাসিকে জরিমানা করা হয়।সিরাজগঞ্জে স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অভিযোগে এক ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার শহরের দরগা রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া সিরাজগঞ্জ ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক হাসান আল-মারুফ জানান, ৯১ টাকা ৭২ পয়সার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় দরগা রোডের পাল অ্যান্ড সন্স ফার্মেসিকে জরিমানা করা হয়।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।