সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত


সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত
সৈয়দপুর-দিনাজপুর মহা-সড়কের নীলফামারীর সৈয়দপুরে বসুনিয়া মোড় এলাকায় বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ জনের অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে যাত্রীবাহী একটি বাস দিনাজপুর যাওয়ার পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসের ১৯জন আহত হয়েছেন জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। মহা-সড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও সৈয়দপুর থানা পুলিশ কাজ করছে।

সর্বশেষ :

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত   মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান   শালিখায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে   পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে   ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ   ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা   সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ   শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ নারী কর্মীদের ছোট হাতা-স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না, বাংলাদেশ ব্যাংকে আদেশ জারি   নারী কর্মীদের ছোট হাতা-স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না, বাংলাদেশ ব্যাংকে আদেশ জারি