স্বৈরাচার হাসিনা পালানোর ১ পূর্তিতে তিতাস উপজেলা বিএনপির শোডাউন


স্বৈরাচার হাসিনা পালানোর ১ পূর্তিতে  তিতাস উপজেলা বিএনপির শোডাউন
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈরাচার হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিশাল শোডাউন করেছে । মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে একটি র‌্যালি বের করে গৌরীপুর -হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া,সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান সেলিম ভূইয়া ও সাবেক সভাপতি মো.সালাউদ্দিন সরকার। বিজয় মিছিলটি বেলা সাড়ে ১১ টায় শুরু হলেও সকাল দশটা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন রকমের ব্যানার ফ্যাস্টুন হাতে করে খন্ড খন্ড মিছিল নিয়ে কড়িকান্দি বাজারে এসে সমাবেত হতে থাকে এসময় বাজারের অলিগলি লোকে-লোকারন্য হয়ে যায়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিজয় মিছিলে অংশ গ্রহণ করেন।