হজযাত্রীরা বোর্ডিং কার্ড পাবেন হজ অফিসেই


চলতি বছর পবিত্র হজ পালনে রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই বোর্ডিং কার্ড নিয়ে ফ্লাইটে উঠবেন হজযাত্রীরা। এ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আর কোনো আনুষ্ঠানিকতায় পড়তে হবে না। হজ অফিসের কর্মকর্তারা জানান, সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে হজযাত্রীদের সৌদি আরবের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা সরকারিভাবে যাচ্ছেন। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের পরিচালক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নির্দেশনা অনুযায়ী আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের সুবিধায় নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে হজ ক্যাম্পের ডরমিটরি ধোয়ামোছাসহ বিভিন্ন প্রস্তুতি চলছে। এবার হজযাত্রীদের জন্য নতুন আরও ১০টি ডরমিটরি তৈরি করা হয়েছে। এ নিয়ে আশকোনা হজ ক্যাম্পে ডরমিটরির সংখ্যা ২৪টিতে উন্নীত হলো। আশকোনা হজ অফিস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। এ বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা ও সিইও শফিউল আজিম বলেন, এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্স বহন করবে।