হরিনাঘাটে ডাকাতের হাতে নিহত মাগুরা মহম্মদপুরে ১ জন
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা
চাঁদপুর জেলার হরিনাঘাটে ভয়াবহ ডাকাতির ঘটনায় আটজনকে হত্যার ঘটনায় মহম্মদপুরের একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সজিবুল ইসলাম। সে পলাশবাড়ীয়া গ্রামের দাউদ মোল্যার ছেলে।
চাঁদপুরের মাঝের চর হরিনা বয়ার অপজিট সাইটে এম ভি আল বাখেরা জাহাজে ভয়াবহ ডাকাতির ঘটনায় জাহাজের ৮ জনকে হত্যা করা হয়েছে। একজনের শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আর তিনিই ছিলেন মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের সজিবুল ইসলাম। সজিবুল ডাকাতি হওয়া জাহাজে গ্রীজারের দায়ীত্বে ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।