হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার’ বিরুদ্ধে লড়ছি: ট্রাম্প
অনলাইন নিউজ ডেক্স
কমলা হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার বিরুদ্ধ লড়াই করছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ডেমোক্র্যাটদের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরাজিত করব। কারণ আমি কমলা হ্যারিসের বিরুদ্ধে নয়, লড়ছি অশুভ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে।
নির্বাচনি প্রচারের শেষ দিনে মঙ্গলবার মিশিগানে এক র্যালিতে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা নন, বরং অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থা। খবর সিএনএনের।
ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আমাদের সঙ্গে নীরব জনসমর্থন রয়েছে। আগামীকাল (ভোটের দিন) আপনাদের বেরিয়ে আসতে হবে এবং ভোট দিতে হবে।
নির্বাচনি প্রচার নিয়ে তিনি বলেন, এটি একটি অসাধারণ যাত্রা। সেই সঙ্গে এটি এক অর্থে দু:খেরও। কারণ এটাই হবে শেষবার। মঙ্গলবারের নির্বাচনে না জিতলে আগামীতে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।
মিশিগনে শেষ দিনের প্রচারে তিনি তাই বলেছেন, এটিই তার শেষ প্রচার। তবে জরিপে জনমর্থনের পরিসংখ্যান উল্লেখ করে ট্রাম্প এও বলেছেন যে তিনি আশাবাদী।
ট্রাম্প বলেন, সুসংবাদ আছে। আমরা যা কিছু করছি তা আমাদেরকে জয় পাওয়ার অবস্থানেই নিয়ে যাচ্ছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।