২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল


২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৬৬ বার গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।চুক্তি লঙ্ঘনের ফলে অন্তত ১৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৬ জন আহত হয়ে মারা গেছেন। শরনার্থী শিবিরে ইসরাইলের গুলির আঘাতে ও হামলায় ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।সবচেয়ে বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মধ্য গাজায়। সেখানে ১১০ বার, এরপর রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার চুক্তি লঙ্ঘন হয়েছে।প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে ইসরাইলের নির্মম হামলায় ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৯৩ জন।সরকারি গণমাধ্যম দপ্তর তাদের মৃতের সংখ্যা অন্তত ৬১ হাজার ৭০৯ জন জানিয়ে বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি এখন মৃত বলে ধারণা করা হচ্ছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দি করা হয়।