৯৪৫টি ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
সরাইল থানা পুলিশ কর্তৃক ৯৪৫ (নয়শত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার ২৬/০৯/২০২৫ খ্রি. তারিখ রাত ১৮.৫০ ঘটিকায় সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা হতে ১ জন মাদক কারবারী কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ৯৪৫ (নয়শত পয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। মোঃ শহিদুল ইসলাম (৪০), মৃত ধন মিয়া, মৃত জোছনা বেগম, আমলাপাড়া (মনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ভৈরব পৌরসভা), ওয়ার্ড নং- ০৪, থানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।