পুরান ঢাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে


পুরান ঢাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর দেড়টায় ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।