সনিক টিউনার
অনলাইন নিউজ ডেক্স
তথ্যপ্রযুক্তি বিষয়ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক ও কমিউনিটি টেকটিউনস নিজস্ব অগ্রযাত্রার ২১ বছর পূর্তিতে কনটেন্টের মানোন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের নতুন লক্ষ্য ঘোষণা করেছে। নতুন কন্ট্রিবিউটর পজিশন টেকটিউনস সনিক টিউনার।
এই প্রোগ্রামের অধীনে প্রযুক্তিপ্রেমীরা এখন টিউন বা আর্টিকেল না লিখেও কাজ ও আয় করার সুযোগ পাবেন। পরিভাষা অনুযায়ী টেকটিউনস সদস্যকে বলা হয় টেকটিউনার বা টিউনার।
এদের তৈরি কনটেন্টকে বলা হয় টিউন; কনটেন্ট পাঠককে বলা হয় টিউন রিডার আর দর্শনার্থীকে বলা হয় টিউজিটর। জানানো হয়, টেকটিউনস সনিক টিউনার পজিশনটি সম্পূর্ণ রিমোট বা ওয়ার্ক ফ্রম অ্যানিহোয়্যার মডেলে ডিজাইন করা হয়েছে।
বিশ্বের যে কোনো জায়গা থেকে টিউনার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এটি মূলত এমন পজিশন, যেখানে কন্ট্রিবিউটরের প্রধান কাজ হবে টেকটিউনসের লিখিত টিউটোরিয়াল ও রিভিউ টিউনকে ভিজ্যুয়ালি সমৃদ্ধ করা। নির্বাচিত সনিক টিউনারদের কোনো কনটেন্ট লিখতে হবে না; বরং অ্যাসাইন করা টিউনের বিষয়বস্তু অনুযায়ী প্রাসঙ্গিক স্ক্রিনশট, ছবি ও থাম্বনেইল যুক্ত করে পাঠকের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই হবে প্রধান দায়িত্ব।
কর্তৃপক্ষ বলছে, দুই দশক ধরে টেকটিউনস বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীর জন্য তথ্যসম্ভার হিসেবে কাজ করছে। এই কমিউনিটিকে গতিশীল করতে ও টিউনের মান বৈশ্বিক পর্যায়ে রাখতে নতুন প্রোগ্রাম ঘোষণা করেছি। যারা প্রযুক্তি ভালোবাসেন, কিন্তু লেখালেখিতে অভ্যস্ত নন, তাদের জন্য এটি ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ। কাজের জন্য অফিসে আসার কোনো বাধ্যবাধকতা নেই। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সঙ্গে বা চাকরিজীবীরা তাদের অবসর সময়ে নিজের ঘরে বসে বা পছন্দের যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্মার্ট ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবে এই প্ল্যাটফর্ম।
