সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ ঈদগাহ মঠে শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ


সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ ঈদগাহ মঠে  শীতার্ত জনসাধারণের  মাঝে শীতবস্ত্র    বিতরণ
১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ১১ঃ০০ ঘটিকায় কম্বল বিতরণ শুরু হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম অধিনায়ক মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল -আসিফ এবং সহকারী পরিচাল শেখ মনোয়ারুল ইসলাম ইউনিটের অন্যান্য পদবীর বিজিবির সদস্যগণ উপস্থিত ছিলেন মিডিয়া পিন্ট মিডিয়ার সাংবাদিকগন। শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাহ মাঠে গরিব, দুঃখী, অসহায়, ব্যক্তিদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেন। গরিব-দুখী অসহায়দের জীবনমান উন্নয়ন করার লক্ষ্য মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) নিরালস ভাবে সাহায্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ বর্ডার গার্ড চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তের অতন্দ্র প্রহারী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা সকল প্রকার চোরাচালান আন্তঃ সীমান্ত অপরাধ দমনে রাত- দিন নিরলস ভাবে কাজ করবেন এমনটি জানিয়েছেন।