সৌদি বিনিয়োগকারীরা মুখ ফেরানোয় ‘সুইস ব্যাংকের’ শেয়ারদরে ধস
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    বড় বড় সৌদি বিনিয়োগকারীরা ক্রেডিট সুইস ব্যাংকে বাড়তি বিনিয়োগ না করায় সুইস ব্যাংকটির শেয়ারমূল্য ২০ শতাংশেরও বেশি পড়ে গেছে। 
সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা সুইস ব্যাংকটিতে শেয়ারে বিনিয়োগের পরিমাণ আর বাড়াবে না।