মাহে রমজান,নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে চিন্তিত নিম্ন আয়ের মানুষ
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
সারাবিশ্বের ন্যায় ইসলাম ধর্মালম্বীদের শুক্রবার থেকে শুরু হচ্ছে ১ মাস সিয়াম সাধনা।মাসকাল ব্যাপী মুসল্লিরা রোজা নামাজ,সেহেরী,ইফতার,তারাবী এর মধ্যে দিয়ে মুসল্লিরা সিয়াম সাধনা করবেন।
অপরদিকে,এই রমজানে পবিত্রতা রক্ষা,বেহায়পনা রোধ,আল্লার নৈকট্য লাভের আশায় রোজা নামাজ,
সেহেরী,ইফতার,তারাবীর মধ্যে দিয়ে ইবাদত বন্ধেগীতে মশগুল থাকবেন।এদিকে এই রমজানে দ্রব্য পণ্যের দাম লাগামহীন হওয়ায় চিন্তিত সাধারন ও নিম্ন মধ্যবিত্তরা।
এ বিষয়ে পবিত্র রমজানে দ্রব্য মুল্যের দাম স্বাভাবিক ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট বাজার নিয়ন্ত্রন ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তরের সার্বিক বিষয়ে মনিটরিং এর জন্য সচেতন মহল জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে সাধারন ভোক্তা আমিরুল ইসলাম জানায়,
যেভাবে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে মুদি দোকানে গেলেই মন মেজাজ অস্বাভাবিক হয়ে যায়। দ্রব্য সামগ্রী ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।নিম্ন ও মধ্যবিত্তরা সঠিক ভাবে পণ্য সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে।এ বিষয়ে এক ব্যসায়ী বর্তমান বাজার সমন্ধে জানায়,ছোলা বুট-৯০ টাকা,চিনি-১২০ টাকা কেজি,মসুর ডাল-১২০টাকা,
ডিম-৪৫-৪৮ টাকা হালি, সয়াবিন তেল-১৯২ টাকা প্রতি লিটার,গরু মাংস-৭০০শ টাকা কেজি,খাসির মাংস-৮শ টাকা,দেশী মুরগী-সাড়ে-৫ শ টাকা,পাকিস্তানি মুরগি-৩৬০ টাকা কেজি,বয়লার মুরগী-৩২০ টাকা কেজি তে বিক্রি করা হচ্ছে।সাধারন ভোক্তারা হতাশ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।