চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),চাঁপাইনবাবগঞ্জ; প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ;
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন- ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা; মঙ্গল শোভাযাত্রা; বর্ষবরণকে স্বাগত জানিয়ে দলীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য আয়োজন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।