কেন্দুয়ায় ঋণের টাকা পরিশোধ না করতে পেরে অটোচালকের আত্মহত্যা
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হেলিম মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত রবিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া হেলিম মিয়া ওই গ্রামের মত আব্দুল কদ্দুসের ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয় এবং সোমবার তা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত হেলিম মিয়ার স্ত্রী কল্পনা আক্তার জানান, এলাকার কয়েকজনের কাছ থেকে আমার স্বামী বেশ কয়েক লাখ টাকা ঋণ এনেছিলেন। এসব ঋণের সুদের টাকা পরিশোধের জন্য কিছুদিন ধরে পাওনাদাররা বাড়িতে এসে চাপ দিচ্ছিলেন। আর চাপ সইতে না পেরেই মূলত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আমার স্বামী। গত রবিবার তারাবির নামাজ পড়ার কথা বলে তিনি (হেলিম মিয়া) না খেয়েই ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় এক শিশু আমার স্বামীকে বাড়ির সামনে থাকা একটি জলপাই গাছে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার দিলে আমরা তাকে গাছ থেকে নামিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।
১০.০৪.২০২৩
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।