আয়বৈষম্য বৃদ্ধি, জনকল্যাণমুখী উন্নয়ন ও কর্মসূচি জরুরি
মোঃ রাছেল রানা, প্রধান সম্পাদক
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমলেও বেড়েছে আয়বৈষম্য।
একইসঙ্গে গ্রামে মানুষের ব্যয় ও পরিবারভিত্তিক ঋণগ্রহণও বেড়েছে। বিবিএস’র প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২২ সালের হিসাবে সার্বিক দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পল্লী অঞ্চলে ২০ দশমিক ৫ এবং শহরে ১৪ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে দেশে অতি দারিদ্র্যের হার ২০২২ সালে জাতীয়ভাবে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা ২০১৬ সালের হিসাব অনুযায়ী ছিল ১২ দশমিক ৯ শতাংশ। তবে উদ্বেগজনক হলো, দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমলেও একই সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে আয়বৈষম্য। বিবিএস’র প্রতিবেদনে বলা হয়েছে-২০২২ সালে আয়বৈষম্য বেড়েছে, যেটি গিনি সহগের মান (বিশ্বব্যাংকের হিসাব পদ্ধতি) অনুযায়ী, শূন্য দশমিক ৪৯৯। ২০১৬ সালে এটি ছিল শূন্য দশমিক ৪৮২ এবং ২০১০ সালে ছিল শূন্য দশমিক ৪৫৮।
বস্তুত ১৯৬০-৭০ দশকে একটি ধারণা ছিল, অর্থনীতিতে কিছু বৈষম্য থাকা ভালো। আয় যাদের বেশি হবে, তারা বেশি সঞ্চয় করবেন আর বেশি সঞ্চয় হলে বেশি বিনিয়োগ করতে পারবেন। এভাবে বিনিয়োগ বাড়লে প্রবৃদ্ধি বাড়বে এবং তাতে মানুষের আয়ও বাড়বে। এছাড়া আরেকটি মতবাদ ছিল, দেশ উন্নত হলে বৈষম্য বাড়বেই, যা পরে আবার কমে আসবে। তবে দুটি মতবাদকেই ভ্রান্ত অভিহিত করে এ যুগের অর্থনীতিবিদরা বলছেন-বাস্তবতা হলো, বৈষম্য কম থাকলেই বরং প্রবৃদ্ধি বেশি হবে। মূলত সবার মধ্যে প্রবৃদ্ধির সুফল সমানভাবে বণ্টিত হলেই আমাদের উন্নয়ন টেকসই হবে।
বৈষম্য পৃথিবীর সর্বত্রই বিরাজমান। এজন্য বিশেষভাবে দায়ী নব্য উদারবাদ ধারণায় অর্থনৈতিক বিকাশ ঘটানোর প্রক্রিয়া। বর্তমানে পৃথিবীর ধনী ১ শতাংশ মানুষের কাছে রয়েছে পৃথিবীর অর্ধেক সম্পদ, আর ৯৯ শতাংশের কাছে বাকি অর্ধেক। বাংলাদেশের অবস্থা যদিও এত খারাপ নয়, তবে এখানেও আর্থ-সামাজিক বৈষম্য প্রকট। বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ছে; কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রবৃদ্ধি কাদের কাছে যাচ্ছে? দেশের জনসংখ্যার ছোট একটা অংশ আরও ধনী হচ্ছে এবং ব্যাপক অংশ দেশের উন্নয়নে ন্যায্য অংশীদারত্ব থেকে বঞ্চিত থাকছে। এ পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের প্রাপ্য ন্যায্য অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে, যা তাদের সাংবিধানিক অধিকার। এ লক্ষ্যে উন্নয়ন ভাবনা ও কর্মসূচি প্রণয়নে সরকার জনকল্যাণকে প্রাধান্য দেবে, এটাই প্রত্যাশা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।