কুষ্টিয়ার চরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন একটি রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মণ্ডল (২৪) নামের ওই তরুণের মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফারুক মণ্ডল উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তরপাড়া গ্রামের দিনু মণ্ডলের (৭০) ছেলে। এর আগে একই ঘটনায় ফারুকের বাবা দিনু মণ্ডল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ নিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বাবা–ছেলেসহ তিনজনের মৃত্যু হলো। গত রোববার উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তরপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন গেদার ছেলে আক্তার মণ্ডল (৩৭) ও মৃত নবীর মণ্ডলের ছেলে দিনু মণ্ডল (৭০) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় দগ্ধ হয়ে সাইদুল কাজী (২২) ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার চিলমারী বাজারে একটি নতুন রাস্তার জমি নিয়ে স্থানীয় শিকদার খাঁ বংশের সঙ্গে মণ্ডল বংশের বিরোধ চলছে। আজ বিকেলে শিকদার খাঁয়ের পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালান। বিভিন্ন ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ছয়জন গুরুতর দগ্ধসহ ১৬ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ও অগ্নিদগ্ধ ব্যক্তিদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। এর মধ্যে আজ সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর আগে নিহত ব্যক্তিদের লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন স্থানীয় লোকজন।