মুন্সীগঞ্জে পদ্মা পাড়ে ভেসে এলো মৃত ডলফিন।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়ায় পদ্মার পাড়ে চরে ভেসে এসেছে দেশীয় প্রজাতির মৃত এক ডলফিন। বিকেলে গাওদিয়া বাজার সংলগ্ন পদ্মার চরে ওই মৃত ডলফিন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা উপস্থিত হয়ে ওই মৃত ডলফিন উদ্ধার করেন।স্থানীয়দের জেলেদের মাছ শিকারের জালে আঘাত পেয়ে ডলফিনটি মারা গেছে বলে ধারনা করছেন শ্রীনগর ও লৌহজং উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ।তিনি জানান, ডলফিনটি মারা যাওয়ার পর ভাসতে ভাসতে এসেছে। জোয়ারের পানিতে গাওদিয়া বাজার সংলগ্ন পদ্মার চরে উঠে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেল ৪ টার দিকে মৃত ওই ডলফিন উদ্ধার করা হয়।বন বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, ডলফিনটির ওজন হবে কমপক্ষে ৬০ কেজি। এটি দৈর্ঘ্যে ৪ ফুট ও প্রস্থে ১ এক ফুট। পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিলো বিধায় পদ্মার চরে মাটি চাঁপা দেওয়া হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।