মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন


মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ফরিদপুরের মধুকালীতে বুধবার বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ৭দিন ব্যাপী পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ৭ থেকে ১৩জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.আশিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি কমিটির উপদেষ্টা মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, ডা. কবির সরদার, ডা. আরিফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন গ্রুপে পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পুষ্টি স্তর উন্নয়নে ধর্মীয় ও সামাজিক মাধ্যমে বার্তা প্রচার, মাতৃ পুষ্টি বিষয়ক সমাবেশ,পুষ্টি খাতে বর্তমান সরকারের সাফল্য ও শিশু পুষ্টি প্রতিযোগিতা, প্রবীণ পুষ্টি সমাবেশ, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হবে সমাপনী দিনে।