এক ভোট পেলেও নির্বাচনি মাঠে থাকবে জাতীয় পার্টি: খাজা তানভীর


জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী-৫ নির্বাচনি আসনের সমন্বয়ক ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, এক ভোট পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে জাতীয় পার্টি। আমাদের নেতা জিএম কাদেরের গতকালের (মঙ্গলবার) সিদ্ধান্ত অনুযায়ী আমরা ৩শ আসনে নির্বাচন করব। দলের নেতার নির্দেশে যে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হলে- জোটে যাব, না হয় আমরা পৃথকভাবে ৩শ আসনে নির্বাচন করব। দলের সিদ্ধান্তের বাহিরে আমরা কারো কাছে বিক্রি হব না এবং জাতীয় পার্টিকে বিক্রি হতে দেব না। তিনি আরও বলেন, যারা অতীতে দলকে বেচা-কেনা করেছে, তাদের আর কোনো পদ-পদবিতে নয়, জাতীয় পার্টিতেও নয়। এজন্যই পুরাতন নড়বড়ে অকার্যকর কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন হচ্ছে। প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির আমাদেরকে প্রয়োজন। অতীতেও আমাদের বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারেনি। এখনো আমাদের ছাড়া এ দুদল সরকার গঠন করতে পারবে না। ব্যারিস্টার তানভীর বুধবার সন্ধ্যায় বসুরহাটে দলীয় কার্যালয় সংলগ্ন চত্বরে মতবিনিময় ও দলীয় কর্মী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় ও কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাকিম মোহাম্মদ শহীদ উল্যাহ। বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক মাহবুব জামিল মাসুমের সঞ্চালনায় বক্তব্য দেন- সিরাজপুর ইউনিয়ন জাপার সভাপতি কামাল উদ্দিন, চরহাজারী ইউনিয়ন জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক মুন্সি, চরএলাহী ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুরু, মুছাপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আবদুল মালেক, চরপার্বতী ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ শিপন, চরকাঁকড়া ইউনিয়ন জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম হেলাল, বসুরহাট পৌরসভা জাপার যুগ্ম আহ্বায়ক নুরনবী, আবদুল হাই বাচ্চু প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে হাকিম মোহাম্মদ শহীদ উল্যাহকে আহ্বায়ক, নিজাম উদ্দিন নিজামকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় পুলিশের অবসরপ্রাপ্ত এসআই মো. মোস্তফা এবং প্রবাসী মো. হানিফ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।