নাগরিকদের তথ্য উন্মুক্ত ১৭১ প্রতিষ্ঠানের ওপর তদারকি চালানোর সুপারিশ
অনলাইন নিউজ ডেক্স
সরকারি একটি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য উন্মুক্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে জাতীয় পরিচয় তথ্যভাণ্ডারের সার্ভারকে সুরক্ষিত রাখার পাশাপাশি সেবা নেওয়া ১৭১টি প্রতিষ্ঠানের ওপর সারাক্ষণ তদারকি চালানোর সুপারিশ এসেছে।
‘ইসিতে রক্ষিত এনআইডি তথ্যভাণ্ডারের অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণে’ টেকনিক্যাল পার্সনদের সঙ্গে বৈঠকে শেষে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। পরে হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টেকনিক্যাল পার্সনদের নিয়ে বসেছিলাম। আমাদের এনআইডি সার্ভার আরও শক্তিশালী এবং আরও সুরক্ষা কীভাবে করা যায় সে বিষয়ে তাদের মতামত, পরামর্শ নিয়েছি। এসব পরামর্শ লিপিবদ্ধ করে বাস্তবায়নের জন্য আমাদের যে ১৭১টি পার্টনার আছে, তাদের সঙ্গে আবারও কথা বলব।
তথ্য ফাঁসের সাম্প্রতিক ঘটনায় জাতীয় পরিচয় তথ্যভাণ্ডার থেকে হয়নি নিশ্চিত করে তিনি বলেন, অন্য জায়গা থেকে, পার্টনার থেকে হতে পারে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।