২০২৬ সালের মধ্যেই ডেঙ্গুর ভ্যাকসিন ভারতে


ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড’ (আইআইএল) ২০২৬ সালের শুরুর দিকেই বাণিজ্যিকভাবে ডেঙ্গুজ্বরের ভ্যাকসিন বাজারে আনার পরিকল্পনা করছে। শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আইআইএলের ব্যবস্থাপনা পরিচালক কে আনন্দ কুমার বলেছেন, ১৮ থেকে ৫০ বছর বয়সি ৯০ জনের ওপর ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করা হয়েছে। এতে কোনো প্রতিকূল প্রভাব দেখা যায়নি। তিনি বলেন, আমরা প্রথম ধাপের ট্রায়ালগুলো সম্পন্ন করে পরবর্তী স্তরে এগিয়ে যাব। এই সবকিছুতে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগবে। তাই আমরা ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারে আনতে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। কে আনন্দ কুমার জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) টিকা তৈরির জন্য প্রয়োজনীয় ভাইরাস আইআইএলকে সরবরাহ করেছে।