শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আসনে ভেঙ্গে ফেলা হয়েছে ড.শামছুল হক ভূঁইয়ার ঈগল প্রতীকের নির্বাচনী মঞ্চ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর-৩ সদর হাইমচর আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়ার ঈগল প্রতীকের নির্বাচনী মঞ্চ ভেঙ্গে ফেলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি প্রেস ব্রিফিং করছেন। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকা প্রতীকে প্রার্থীতা করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২ জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের স্টেডিয়াম রোডস্থ তাঁর নির্বাচনী কার্যালয়ে তিনি প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঈগল প্রতীকের ওপর প্রতিপক্ষগণ ততই অস্বাভাবিক আচরণ করছেন। গতকাল লক্ষীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বহরিয়ায় ঈগল প্রতীকের মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়াও সদরের তরপুরচন্ডী ইউনিয়নে ঈগল প্রতীকের মাইকিং করা লোকদের হুমকি ধমকি দেয়া হচ্ছে। পাশাপাশি সদরের রামপুরেও একই অবস্থা। আমরা সদর এবং হাইমচরের যেসব স্থানে এসব কর্মকান্ড করা হচ্ছে তা নিয়ে রিটানিং অফিসারসহ সংশ্লিষ্টদের অবগত করেছি।
তিনি আরও বলেন, এই মেঘনাপারের জনগণ এখন ঈগল প্রতীকের ওপর ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। এতে করে দুষ্কৃতিকারীরা ভীত হচ্ছেন। আশাকরি আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে জনগণ ঈগল প্রতীকের পক্ষেই রায় দিবেন।
এসময় প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।