গালিগালাজের অভিযোগে ইনুর এজেন্টকে নোটিশ
অনলাইন নিউজ ডেক্স
অকথ্য ভাষায় গালিগালাজ করে বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪–দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনুর নির্বাচনী এজেন্ট।
আবদুল আলীম স্বপন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুকে উদ্দেশ্য করে গালিগালাজ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগ পেয়েছেন। আক্তারুজ্জামান মিঠু এই অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. রেজওয়ানুজ্জামান সোমবার বিকেলে এই নোটিশ পাঠিয়েছেন।
কুষ্টিয়া আদালতের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সবুজ বাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে আব্দুল আলীম স্বপনকে তাঁর লিখিত বক্তব্যসহ নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল আলীম স্বপন মুঠোফোনে সবুজ বাংলাকে বলেন, ‘আমি এখনো নোটিশ পাইনি। নোটিশ হাতে পেলে তার লিখিত জবাব দেব।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।