গজারিয়ায় বিআইডব্লিউটিএ’র দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান।


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী এলাকায় বিআইডব্লিউটিএ\'র দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। প্রথমদিন অভিযানে মেঘনা ঘোমতী নদী সংলগ্ন ফকির গ্রুপের প্রায় ৩ হাজার মিটার বাউন্ডারি দেওয়াল ও বসুরচর ফেরিঘাট এলাকায় ৫ টি দোকান ঘর ভেঙ্গে নদীর জায়গা দখল মুক্ত করে। ২য় দিনের অভিযানে প্যাসিফক ড্যানিমের দখল কৃত প্রায় ৩০০ ফিট টিনসেট বিল্ডিং ভেঙ্গে জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ এবং গ্রামবাংলা এলপিকে ফ্লাটিলাইজার এগ্রো প্রাইভেট ইন্ডাস্ট্রি লিমিটেড নদীর মধ্যে ওয়াল স্থাপন করায় এই কোম্পানিটির চারপাশের দেয়াল ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল আহমেদ সিদ্দিক বলেন,আমাদের এখানে বিআইডব্লিউটি\'র উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আমাদের সকল কাগজ পত্র ঠিক আছে শুধু মাত্র তাদের সঙ্গে একটি চুক্তি বাকি আছে,আমরা ৭ দিনের সময় চেয়েছি সেজন্য ৭ দিনের সময় দিয়ে আমাদের প্রতিষ্ঠানে অভিযান স্থগিত রাখেন। তাছাড়া আমাদের কাছে বিআইডব্লিউটিএর সকল অনুমোদন আছে,নদীর তীরবর্তী স্থান ব্যবহার করার জন্য। তাছাড়া মেঘনা পেকেজিং নামের একরি প্রতিষ্ঠান কে ৫০ হাজার টাকা জরিমা করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ। এ সময় বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্টেট হাসান মারুফ জানান, গজারিয়ার উপজেলার গোমতী নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে দখল করা নদীর জায়গা উদ্ধার করতে অভিযান পরিচালনা করেছি। মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বিআইডব্লিউটিএ নদীর তীরবর্তী এলাকা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। দখলদার যে যত বড় ক্ষমতাসীন হোক না কেনো, কাউকে ছাড় দেয়া হবে না।