ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সেনাসদস্যের মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় ফখরুল ইসলাম (২০) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার সকালের যে কোনো সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কসংলগ্ন কালিহাতীর ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা দত্তপাড়া গ্রামের বাবুল মাস্টারের ছেলে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার এসআই মোশাররফ হোসেন জানান, ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের লাশ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। তবে কোন ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন তা জানা যায়নি।
টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।