শ্রীপুরে কৃষকের রঙিন ফুলকপির ব্লক পরিদর্শন করেন জেলা প্রশাসক
মোঃ মেহেদি খান, উপজেলা প্রতিনিধি শ্রীপুর, মাগুরা
মঙ্গলবার ৩০ জানুয়ারি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামের বরালীদহ কৃষি ব্লকে বিভিন্ন ধরনের রঙিন ফুলকপি, লেটুস, ক্যাপসিকাম ও ব্রুকলির প্রদর্শনী প্লট সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উন্নত জাতের এ রঙিন ফুলকপিগুলো সাদা রঙের ফুলকপির ছেয়ে পুষ্টিমানে এগিয়ে।
জেলা প্রশাসন, মাগুরা সম্মানিত কৃষক ভাইদেরকে এ ধরনের উন্নত জাতের ফুলকপি ও সবজি আরও বেশি পরিমাণে চাষাবাদ করার আহবান জানায়। একই সাথে এ ধরনের সবজি আবাদে কৃষি বিভাগের সাথে জেলা প্রশাসন পরিপূর্ণ সহযোগিতা প্রদান করবে মর্মে জেলা প্রশাসক সবাইকে আশ্বস্ত করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।