চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় জোর পূর্বক অসহায়দের বাউন্ডারী ভাংচুরের অভিযোগ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় জোর পূর্বক অসহায়দের বাউন্ডারী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জানাযায়,প্রফেসর পাড়ার মৃতঃ খলিল বেপারীর ছেলে হাসান বেপারী,দেলোয়ার বেপারী,হারুন বেপারী,খোকন বেপারী, আবু তাহের বেপারী ও ছিড়ু বেপারীর ছেলে হাবিব বেপারী ও মানিক বেপারী গংরা তাদের পৈত্রিক জায়গায় বাউন্ডারি নির্মাণ করে । সেখানে ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে হঠাৎ করে প্রফেসর পাড়া এলাকার নান্নু মোল্লার নেতৃত্বে ৪০-৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাউন্ডারি ভাংচুর করে। এ ঘটনায় নারী ও পুরুষসহ প্রায় ১০জন গুরুতর আহত হয়।
ক্ষতিগ্রস্তরা জানায়,আমরা আমাদের জায়গায় বাউন্ডারি নির্মাণ করি। এখানে আমাদের জমির সাথে মহিউদ্দিন পাটওয়ারীর জমি কিন্তু নান্নু মোল্লা মহিউদ্দিন পাটওয়ারীর নাম ভাঙ্গিয়ে নামে বেনামে জমি বিক্রি করে আজকের এই সমস্যা সৃষ্টি করেছে।আজকে তারা ৩ ট্রাকে করে ৪০-৫০ জন এসে আমাদের বাউন্ডারি ভাংচুর করে পেলে দেয়।
নান্নু মোল্লা জানায়,এখানে আমার কিছু না। যারা মহিউদ্দিন পাটওয়ারীর কাছ থেকে জায়গা কিনেছে তারা পৌরসভায় অভিযোগ করেছে।পৌরসভা থেকে লোক এসে বাউন্ডারি ভেঙ্গে দিয়েছে।
চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার মনিরুল জানায়,এখানে আমরা মহিউদ্দিন পাটওয়ারীর অভিযোগের ভিত্তিতে কয়েকবার মাফ দিয়ে সীমানা নির্ধারন করে দিয়েছি।কিন্তু তারা সীমানার বাইরে এসে বাউন্ডারি করেছে। তাই আজকে মেয়রের নির্দেশে আমারা ভেঙ্গে দিয়েছি।
ভুক্তভোগীরা উক্ত বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু সমাধানের জন্য পৌর মেয়রের সু-দৃষ্টি কামনা করেছেন।
ছবি ক্যাপশন।।চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় জোর পূর্বক অসহায়দের বাউন্ডারী ভাংচুরের করা হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।