প্রধানমন্ত্রী যে কাজে হাত দেন, সেখানেই সফল হন: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতির পিতার স্বপ্নপূরণে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন। তার সব আইডিয়া আজ সফল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল সড়ক, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ আরও অনেক উন্নয়নে হাত দিয়েই তিনি সফল হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজে হাত দেন, সেই কাজে তিনি সফল হন। অন্যদিকে বিরোধীরা তো কিছু করতে পারেনি; তারা আগুন সন্ত্রাস করে জানমালের ক্ষতিতে ব্যস্ত। বিএনপি আগে যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করতো। তারপর তারা যানবাহনে আগুন দিতে শুরু করল। সর্বশেষ এখন তারা ট্রেনে আগুন দেওয়া শুরু করেছে। তাদের কোনো আন্দোলন সফল হয়নি। বিএনপির সকল আন্দোলন বিফলে গেছে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শহীদ মিনার উন্মুক্ত মঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে ভূমিহীনদের কথা কেউ চিন্তা করে নাই। বঙ্গবন্ধু চিন্তা করেছিল। কিন্তু তাকে সেই সময় দেওয়া হয়নি। স্বাধীনতাবিরোধীরা তাকে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করেছেন। বিএনপি পদ্মা সেতু নিয়ে বহু কথা বলেছে। কিন্তু আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিএনপি একটি ব্রিজও বানাতে পারে না, এমনকি মেট্রোরেলও বানাতে পারে নাই। কিন্তু শেখ হাসিনা ব্রিজও বানিয়েছে, মেট্রোরেলও বানিয়েছে। তারা তো শুধু আগুন দিতে পারে। অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বুদ্ধি উদ্ভাবন করছেন। আজকে আমরা মধ্যম আয়ের দেশে এসে পৌঁছেছি। নেদারল্যান্ডস একটি ছোট দেশ। দেশটি সমুদ্রের উপর অবস্থিত। অথচ তারা সমুদ্র থেকে মাটি তুলে বিমানবন্দর তৈরি করছে। আমরা তাদের সেই বুদ্ধিকে কাজে লাগাচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা এম আমজাদ হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাইফুল, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনি এলাকায় আসেন তিনি। এদিন সৈয়দপুর বিমানবন্দরে তাকে দিনাজপুর-৪ আসনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন মন্ত্রী। ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মাসুমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।