নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর ধামইরহাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ স্মৃতিসৌধের বেদিতে সরকারি বেসরকারি ও রাজনৈতিক দলের অংশগ্রহণে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল সাড়ে ৮.০০ টায় ধামইরহাট মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ ও বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যদের সংবর্ধনা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।