কুষ্টিয়ার খোকসায় প্রাণিসসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ অনুষ্ঠিত


‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে আজ শুরু হয়েছে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সকাল ১০ টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে মাননীয় সংসদ সদস্য -৭৮, কুষ্টিয়া-৪ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২০ জন খামারী গরু, ছাগল, বেড়া, দুম্বা, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। খোকসা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য -৭৮, কুষ্টিয়া-৪ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি , সভাপতি হিসাবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, আরো বক্তব্য রাখেন খোকসা উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ও সার্বিক ব্যবস্থাপনায় হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা প্রাণিসসম্পদ অফিসার মোছা শাহীনা বেগম, সহ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খোকসা ইউনিয়নের চেয়ারম্যান, এ প্রদর্শণীতে গাভী, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া এবং গবাদী পশুর চিকিৎসার স্টল সহ ২০টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। শত-শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ কররেছন।