নভেম্বরেই দরপত্রের খসড়া যাবে মন্ত্রণালয়ে


‘গাইবান্ধার জুলাই আন্দোলন’ শীর্ষক দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে ‘দীপান্তর ২৪’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনা সমূহের চিত্র দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্রও। প্রদর্শনী দেখতে আসা গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, এ জেলায় জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনাপ্রবাহ ফুটে উঠেছে। এসব চিত্র ইতিহাস হয়ে থাকবে। এমন আয়োজন নিশ্চয়ই প্রশংসনীয়। আমাদের জাতীয় জীবনে এ আন্দোলনের ইশতেহার বয়ে নিয়ে যেতে হবে। আন্দোলনের স্পিরিট স্মরণ করিয়ে দিতে এমন আয়োজন প্রায়শই প্রয়োজন। ‘দীপান্তর ২৪’ সংগঠনের সভাপতি এসএম মনিরুজ্জামান সবুজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমরা এ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। অভ্যুত্থানের স্পিরিটকে জাতীয় জীবনে জীবিত রাখতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এদিকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পরই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জুলাই শহিদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। এ সময় বক্তারা সারা দেশে জুলাই আন্দোলনে শহিদদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং গঠিত ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। সংগঠনের সভাপতি এসএম মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনটির সহ-সভাপতি কাজল রেখা পিংকি, সাংগঠনিক সম্পাদক ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান প্রমুখ। এছাড়া সংগঠনের অন্য সদস্যরা অংশ নেন। সবশেষে সদস্যরা দ্রোহের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।