ভয় দেখিয়ে নয়, ভালবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে: মোনায়েম মুন্না


মানুষকে কষ্ট দেওয়া যাবে না,বেশি বেশি ভাল কাজ করতে হবে,ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। ভালো কাজ করে সাধারণ মানুষের মন জোগাতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় দেখিয়ে নয়,ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আজ বুধবার বিকালে শালিখা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না। এর আগে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক- ফিরোজ আহমেদ,মাগুরা জেলা যুবদলের সহ: সাংগঠনিক সোহানুর রহমান, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, মাগুরা পৌর যুবদলের সদস্য সচিব খান মাহবুবুর রহমান শান্তি, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা, সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, মাগুরা জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্যা, শালিখা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, সদস্য সচিব গোলাম কিবরিয়া, শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, সদস্য সচিব, তিতাস বিশ্বাস প্রমুখ।