সংখ্যায় সংখ্যায় মার্কিন নির্বাচন
অনলাইন নিউজ ডেক্স
২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দৃশ্য মঞ্চায়িত হচ্ছে। প্রচারণা শেষে এখন ভোট ও ফলাফলের পালা। তবে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে চলুন আরও একবার মার্কিন নির্বাচন কেন্দ্রিক সবকিছু জেনে নেওয়া যাক-তবে সংখ্যায় সংখ্যায়…
২
মার্কিন নির্বাচনে প্রার্থীর সংখ্যা দুই নয়, ছয়। তবে নির্বাচনে সব আলো যথারীতি দুই শীর্ষ মার্কিন রাজনৈতিক দল ডেমোক্রেট ও রিপাবলিকান দলের দুই প্রার্থী যথাক্রমে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের দিকে। তাদের মধ্য থেকেই একজন দিনদুয়েকের মধ্যে হোয়াইট হাউজে জায়গা করে নেবেন।
৫
৫ নভেম্বর, নির্বাচনের দিন। প্রথাগতভাবে নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
৭
দোদুল্যমান রাজ্যের সংখ্যা। রাজ্যগুলো হচ্ছে-অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও জর্জিয়া। এই সাত রাজ্যের ভোটাররা গড়ে দিতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। কারণ এই রাজ্যগুলোতে এককভাবে কোনো প্রার্থী জনপ্রিয় নন।
৩৪ ও ৪৩৫
মার্কিন নির্বাচনে শুধু যে হোয়াইট হাউজ কার দখলে যাবে সেটা ঠিক হয় তা নয়, বরং নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসও নতুন করে সাজবে। সিনেটের ৩৪ আসন এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ আসনের ফয়সালাও এই নির্বাচনের মাধ্যমেই হতে যাচ্ছে।
৫৩৮
মার্কিন নির্বাচনের সবচেয়ে ‘রহস্যময়’ অংশ হচ্ছে ইলেক্টোরাল কলেজ। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর রয়েছে। গ্রামীণ অঙ্গরাজ্য ভারমন্টের যেমন কেবল দুটি ইলেক্টর রয়েছে, অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ইলেক্টর সংখ্যা ৫৪। এভাবে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মোট ৫৩৮ ইলেক্টর রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থীদের অন্তত ২৭০টি ভোট পেতে হবে।
৭,৭৪,০০০
২০২০ মার্কিন নির্বাচনে কাজ করা ভোটকর্মীর সংখ্যা। নির্বাচনে মূলত তিন ধরনের ভোটকর্মীদের দেখা মেলে। এর মধ্যে বেশিরভাগই ভোটারদের ভোট দিতে সাহায্য করা ও নির্বিঘ্নে নির্বাচন আয়োজনের কাজে নিযুক্ত থাকেন।
এছাড়া নির্বাচন কর্মকর্তারা সরকারিভাবে নিযুক্ত হয়ে নির্বাচন পরিচালনার কাজ করেন। এর বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষকরাও ভোটের সময় কেন্দ্রে নিয়োজিত থাকেন।
৭ কোটি ৫০ লাখ
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২ নভেম্বরের মধ্যে প্রায় ৭ কোটি ৫০ লাখ ভোটার আগাম ভোট প্রদান করেছেন। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যই ভোটারদের সুবিধার্থে আগাম ভোট দেওয়ার সুযোগ দিয়ে থাকে।
২২ কোটি ৪০ লাখ
এবারের নির্বাচনে ভোটদানের যোগ্য মার্কিন নাগরিকের সংখ্যা। ২০২০ মার্কিন নির্বাচন ছিল দেশটির ইতিহাসের সর্বোচ্চসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, সেবার প্রায় সাড়ে ১৫ কোটি ভোটার বা মোট ভোটারের প্রায় দুই তৃতীয়াংশ ভোট দিয়েছিলেন।
তথ্যসূত্র: এনডিটিভি
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।