নাটোরে জাপানি ‘কুমন’ শিক্ষা ব্যবস্থা শুরু
অনলাইন নিউজ ডেক্স
স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে নাটোরের সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ ‘কুমন কানেক্ট’ উদ্ধোধন করা হয়েছে। ফলে এ জাপানি কুমন শিক্ষা ব্যবস্থায় স্কুলের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবে।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে সিংড়া
দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং ব্র্যাক কুমন লিমিটেড এর যৌথ আয়োজনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ কুমন কানেক্ট\'র উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এক ভিডিও বার্তায় বলেন, ২০৪১ সাল নাগাত আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ নিমার্ণের জন্য আমাদের ভবিষৎ নাগরিকদের স্মাট নাগরিক হিসেবে গড়ে তোলা। তাদের মধ্য সমস্যার সমাধান ও বিশ্লেষণ করার ক্ষমতাটা তৈরি করা। গণিত ও ইংরেজি বিষয়ে আমাদের শিশুদের সুন্দর করে শেখাতে পারি, তাহলে যারা যেই পেশায় যাক না কেন প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। এজন্য এ শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিশু-কিশোরদের উপহার দিচ্ছি। শিশুরা যেন এ কুমন শিক্ষা চর্চ্চা করতে পারে সেজন্য সারা পৃথিবীতে এ শিক্ষা জনপ্রিয়তা পেয়েছে। এ শিক্ষা ব্যবস্থায় মানুষিক কোন চাপ নেই। ছেলে-মেয়েরা আনন্দদায়ক ভাবে এ শিক্ষা গ্রহণ করতে পারে।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের
মহাপরিচালক মো. মোস্তফা কামাল,
ব্র্যাকের কুমন কানেক্ট প্রধান নেহাল বিন হাসান, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।