নওগাঁর আত্রাইয়ে বিজয় দিবস ২০২৪ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে উপজেলার কালিকাপুর ইউনিয়নের
পাইকড়া যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে পাইকারা স্কুল মাঠে কালিকাপুর ইউনিয়ন বিএনপি র সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তসলিম উদ্দিন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।
আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি৷
কামরুল হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি৷
আব্দুলজলিল চকলেট, সাইফুল ইসলাম, আঃমান্নান সরদার, সেচ্ছাসেবক দল নেতা লোটাস,সহ আব্দুর রহমান সেন্টু,পাপ্পু জিয়া সাইবার ফোর্স, নওগাঁ জেলা শাখা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ৷প্রধান অতিথি র বক্তৃতায় জনপ্রিয় বিএনপি এই নেতা বলেন ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের যে আত্মত্যাগ দিয়ে অর্জিত এ বিজয় যেন ম্লান হয়ে না যায়, সে বিষয়ে দল বিএনপির নেতা কর্মী দের ঐক্যবদ্ধ ভাবে সতর্ক থাকার আহ্বান জানান নওগাঁ জেলা বিএনপি র জনপ্রিয় এই নেতা।
আলোচনা সভা শেষে সন্ধায় সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।