কেন্দুয়ায় ইফফাত জারিন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান


কেন্দুয়ায় ইফফাত জারিন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইফফাত জারিন ফাউন্ডেশনের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সহসভাপতি আসাদুজ্জামান খান পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার আবু উমর মো. আব্দুন নূর ফারুক, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়া, ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক মহসিন আলম প্রমুখ। শেষে বৃত্তিপ্রাপ্ত ২০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও নগদ ৫ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।