জম্মু-কাশ্মীরে নিহত তিন ভারতীয় সেনা


জম্মু-কাশ্মীরে নিহত তিন ভারতীয় সেনা
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নিহত হয়েছেন। শনিবার বান্দিপোরা বিভাগে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী বলেছে, প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে সেনাদের গাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আহতদের কাশ্মীরের স্থানীয়দের সহায়তায় দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। বিবৃতিতে ভারতের সেনাবাহিনী জানায়, তিন সেনা দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এর আগে প্রায় একই রকম দুর্ঘটনায় গত মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পাঁচ সেনা নিহত ও আরও পাঁচজন আহত হন। খবর এনডিটিভির।