টিকটকে বব ডিলান
অনলাইন নিউজ ডেক্স
কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন । মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিকটকে ৫০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন এই সংগীত তারকা। খবর বিলবোর্ডের।
ওই ভিডিওতে ‘লাইক আ রোলিং স্টোন’, ‘হারিকেন’-এর মতো গান ব্যবহার করেছেন মার্কিন তারকা। ভিডিওতে পুরোনো ছবি ও অ্যালবামের কভার জুড়ে দেন তিনি।
মার্কিন তারকাকে টিকটকে স্বাগত জানিয়েছেন তার অনুসারীরা। মেগান প্রিন্স নামের এক অনুসারী লিখেছেন, ‘তুমি আমার হিরো।’
প্রথম ভিডিও প্রকাশের এক দিনের ব্যবধানে টিকটকে বব ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।
যুক্তরাষ্ট্রে টিকটকের বিদায় মুহূর্তে টিকটকে আত্মপ্রকাশ করলেন বব ডিলান। আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপটি। এর পাঁচদিন আগে অ্যাকাউন্ট খুলেছেন বব ডিলান।
বাধ্য হয়ে টিকটকের বদলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আরেক চীনা অ্যাপ রেডনোটে ঝুঁকছেন। অনেকে বব ডিলানকেও রেড নোটে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।