১২ ডেপুটি জেলারকে বদলি
অনলাইন নিউজ ডেক্স
১২ ডেপুটি জেলারকে রদবদল করেছে কারা অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।রদবদল হওয়া ডেপুটি জেলাররা হলেন- জান্নাতুল ফেরদৌসকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, আবু ইউসুফকে দিনাজপুর জেলা কারাগারে, মো. বিলাল উদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, তোফায়েল আহমেদ খানকে মাদারীপুর জেলা কারাগারে, সজীব কুমার সাহাকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, মনির হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, মোসা. মোতাহারা খাতুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জান্নাতুল রাকিবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, রোখসানা ইয়াসমিনকে বগুড়া জেলা কারাগারে এবং মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগারে (প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২) বদলি করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।