ইজতেমা ময়দানে পাকিস্তানি দোকান ’আগে খান, পরে কিনুন’
অনলাইন নিউজ ডেক্স
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মানুষের ভিড়ের মাঝে নজর কেড়েছে এক পাকিস্তানি দোকান। ‘পেলোয়ান মিষ্টি রাউলি’ নামে এই দোকানটির বিশেষত্ব শুধু তাদের সুস্বাদু খাবার নয়, বরং তাদের মানবিক উদ্যোগ।দোকানটির স্লোগান— \"আগে খান, পরে কিনুন\", যা অনেকের মধ্যেই কৌতূহল জাগিয়েছে। উদ্যোক্তারা জানান, বাংলাদেশে তাদের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং মানুষের সেবা করাই তাদের লক্ষ্য। তাই তারা পথচারীদের বিনামূল্যে খাবার বিতরণ করছেন। পাকিস্তানের জনপ্রিয় মিষ্টি ও খাবার পরিবেশন করে তারা বাংলাদেশিদের আচরণে মুগ্ধ হয়েছেন।তাদের ভাষ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে এর আগেও তারা এভাবেই মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। তবে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা এতটাই হৃদয়গ্রাহী যে, কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন।স্থানীয়দের অনেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক ব্যক্তি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, \"তাদের তিলের খাজা খেয়ে মনে হলো অসাধারণ! খুব সুস্বাদু, অনেক মজা লাগছে।\"পাকিস্তানি উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রথমবার তারা বাংলাদেশ সফর করছেন এবং ভবিষ্যতে আবারও আসার আশা রাখছেন।তারা বলেন, \"আমরা ব্যবসার জন্য আসিনি, মানুষকে জানাতে এসেছি আমাদের পণ্যের স্বাদ কেমন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের আয়োজন আরও বিস্তৃত হবে।\"
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।