মাগুরায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
মাগুরায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন কাশবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেন, মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। মাগুরা জেলার ৩৫ টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দের আন্তরিকতায় এই আয়োজন সম্পন্ন হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন। সুন্দর ও সুশৃঙ্খল একটি আয়োজনের জন্য উপকমিটির সকলকে ধন্যবাদ জানান।