মোহাম্মদ-হৃদয়ের নৈপুণ্যে হেসেখেলে ফাইনালে বরিশাল
অনলাইন নিউজ ডেক্স
চিটাগং কিংসের ব্যাটারদের সর্ষেফুল দেখিয়েছিলেন পেসার মোহাম্মদ আলী। আর দলটির বোলারদের ছাতু বানিয়েছেন ব্যাটার তাওহিদ হৃদয়। এই দুজনের নৈপুণ্যে হেসেখেলেই টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে চিটাগংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল।চিটাগংয়ের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বরিশাল। অধিনায়ক তামিম ও হৃদয় মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৫৫ রান। নবম ওভারে তামিমকে ফেরান চিটাগং পেসার খালেদ আহমেদ। ২৬ বলে ৪ চারে ২৯ রান করেন বরিশাল অধিনায়ক।তবে তামিম ফিরলেও হৃদয়ের মনোযোগে ব্যাঘাত ঘটেনি। দ্বিতীয় উইকেটে ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালানকে নিয়ে ৯৫ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তিনি। ৯ চার ও ২ ছক্কায় তার ৫৬ বলে খেলা ৮২ রানের হার না মানা ইনিংসে ১৭.২ ওভারে ১ উইকেট খুইয়ে-ই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। হৃদয়কে সঙ্গ দেওয়া ম্যালান অপরাজিত থাকেন ৩৪ রানে।এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম কোয়ালিফাইয়ারে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। তবে ব্যাটিংয়ে নামতেই ব্যাকফুটে চলে যায় চট্টলার দলটি। ৩৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসে তারা। আগুনে বোলিংয়ে চিটাগংয়ের ব্যাটারদের চেপে ধরেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী।পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন এবং শামিম হোসেন মিলে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। চতুর্দশ ওভারে রিশাদ হোসেনের বলে ইমন ফিরতি ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে সে জুটি। ফেরার আগে ৩৬ বলে সমান ৩৬ রান করেন এই ওপেনার। আর ১৯তম ওভারে মোহাম্মদ আলীর বলে ফেরার আগে শামিমের ব্যাটে আসে ৪৭ বলে ৭৯ রান। ৯ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি। চট্টলার দলটির পক্ষে শুধু এই দুই ব্যাটার-ই দুই অঙ্কের দেখা পেয়েছেন।চিটাগংয়ের ব্যাটিং অর্ডারের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়ে দেওয়া মোহাম্মদ আলী করেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। দুই উইকেট ঝুলিতে পুরেছেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স।বরিশালের কাছে হারলেও ফাইনালে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে চিটাগং। আগামী ৫ ফেব্রুয়ারি একই মাঠে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে তারা। আজ (সোমবার) দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুরকে রাইডার্সকে সমান ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার যোগ্যতা অর্জন করে মেহেদী হাসান মিরাজের খুলনা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।