এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক


এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক
বিপিএল ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটে করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল ফরচুন বরিশাল। মাত্র ২৪ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই ওপেনার।কিন্তু পাওয়ার প্লের পরেই হোঁচট খেল বরিশাল। এক ওভারে তামিম ইকবাল এবং তিনে নামা ডেভিড ম্যালানকে সাজঘরের পথ চিনিয়েছেন চিটাগং পেসার শরিফুল ইসলাম।নবম ওভারের প্রথম বলে ৫৪ রান করা তামিমকে খালেদের ক্যাচ বানিয়েছেন তিনি। এরপর ইংলিশ ব্যাটার ম্যালানকে ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। এই দুই উইকেট হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে বর্তমান চ্যাম্পিয়নরা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বরিশালের রান ২ উইকেটে ৯৫। জয়ের জন্য বাকি ১০ ওভারে ঠিক ১০০ রান চাই তাদের।চিটাগংয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে জয়ের নায়ক তাওহিদ হৃদয় এখনো ক্রিজে আছেন, ৩২ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে নতুন ব্যাটার কাইল মায়ার্স (২*) রান।এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করে চিটাগং। পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলে দলটি। ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৪ বলে ৬৬ রান আসে পাকিস্তানি নাফের ব্যাটে। তিনে নেমে ২৩ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে চিটাগংকে দুইশ ছোঁয়া স্কোর পেতে সাহায্য করেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮