মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত
অনলাইন নিউজ ডেক্স
![মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত](https://donetbd.com/wp-content/uploads/2025/02/Untitled-15-67aa315bf06ca.jpg)
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের নিজের জীবনটাও সিনেমার কোনো কাহিনীর চেয়ে কম নয়। মাদক থেকে জঙ্গি যোগসূত্র-একাধিক বিতর্কে জড়িয়েছে অভিনেতার নাম। তবুও তার প্রতি অনুরাগীদের উন্মাদনা কমেনি একটুও। এমনকি এক ভক্ত তো মৃত্যুর আগেই তার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়ে যান!নিশা পাতিল নামের ওই নারী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি তিনি লিখে দিয়েছিলেন সঞ্জয়ের নামে। অথচ জীবদ্দশায় নিশা কখনোই সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেননি। শুধু পর্দাতেই দেখে আসতেন স্বপ্নের নায়ককে।২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই ভক্ত ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়েছেন জেনে অবাক রীতিমত হয়ে যান সঞ্জয়। মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা পাতিল জটিল অসুখে ভুগছিলেন। একটা সময় মৃত্যুর আগেই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে।অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আবেদনসহ একাধিকবার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়।তবে এত বড় অঙ্কের সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয়। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাতিলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। এমনকি পুরো বিষয়টি নিয়ে তিনি অবাক হয়ে যান। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়ে দেন, এই ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোনো অভিপ্রায় নেই অভিনেতার।পর্দার মুন্না ভাই সেই সময়ে বলেছিলেন, আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি
![](https://donetbd.com/wp-content/uploads/2023/02/logo.jpg)